আধুনিক উপায়ে শসা চাষ পদ্ধতি

আধুনিক উপায়ে শসা চাষ পদ্ধতি

শসা খরিপ মৌসুমে চাষ উপযোগী একটি ফসল। তবে বর্তমানে শীতকালেও শসা চাষ করা যায় । শীতকালে শসা চাষের জন্য শীতকালিন জাত এবং গ্রীষ্মকালে চাষের জন্য শসার গ্রীষ্মকালিন জাত চাষ করতে হবে ।  শীতকালে চাষ করার জন্য সাবিরা জাত এবং শীতকাল ব্যতীত অন্যান্য সময় সামরিন জাতের শসা চাষ করতে হবে ।  দোআঁশ মাটি শসা চাষের জন্য উপযুক্ত মাটি শসার জীবনকাল ৯০ দিন

এগ্রো-সীডের শসার জাতসমূহঃ

সাবিরা শসা

  • শীতকালে চাষ উপযোগী ভাইরাস সহনশীল জাত।
  • মাত্র ৪০-৪৫ দিনের মধ্যেই ফল সংগ্রহ শুরু করা যায়।
  • ফল ২০-২২  সেন্টিমিটার লম্বা হয়।
  • প্রতিটি ফলের গড় ওজন ১৮০-২০০ গ্রাম। একর প্রতি গড় ফলন ৩৫-৪০ টন।
  • ফল গাঢ় সবুজ বর্ণের।
  • দেখতে দেশী জাতের মতো হওয়ায় বাজারে চাহিদা ব্যাপক।
  • রোগ ও পোকামাকড়ের আক্রমন প্রতিরোধ ক্ষমতা বেশী।
  •  জীবনকাল ৯০-১২০ দিন।

সামরিন শসা

  • গ্রীষ্মকালে চাষ উপযোগী ভাইরাস সহনশীল জাত।
  •  মাত্র ৩০-৩৫ দিনের মধ্যেই ফল সংগ্রহ শুরু করা যায়।
  •  ফল ২০-২২  সেন্টিমিটার লম্বা হয়।  প্রতিটি ফলের গড় ওজন ২০০-২২০ গ্রাম।
  • একর প্রতি গড় ফলন ৩৫-৪০ টন।
  • ফল হালকা সবুজ বর্ণের।
  • দেখতে দেশী জাতের মতো হওয়ায় বাজারে চাহিদা ব্যাপক।
  • রোগ ও পোকামাকড়ের আক্রমন প্রতিরোধ ক্ষমতা বেশী।
  • জীবনকাল ৯০-১২০ দিন।

শসার চারা রোপনের সময়কালঃ

  • শীত ছাড়া সারাবছর চাষ করা যায়
  • শীতকালিনঃ অক্টোবরের শেষ – জানুয়ারি

বেড সাইজ চারা রোপন দুরুত্বঃ

শসা মাচার ফসল। বেড পদ্ধতিতে চাষ করলে ফলন ভালো পাওয়া যায় এবং সহজে পরিচর্যা ও হার্ভেস্ট করা যায়। শসার বেড নির্ভর করবে এর মাচার ধরনের উপর। A প্যার্টান ও ইউ আকৃতি দুই ভাবেই শসার মাচা প্রদান করা যায়। A প্যার্টানের মাচাতে ডাবল লাইন বেড এবং ইউ আকৃতির মাচাতে সিংগেল লাইন বেড তৈরি করতে

শসা চাষের ক্ষেত্রে ২ ভাবে মাচা দেয়া যায় A প্যার্টান এবং ইউ শেপের মাচা । যারা শসার পর একই বেডে করলা, তরমুজ, রকমেলন চাষ করতে চান , তাদের জন্য ইউ শেপের মাচাই উত্তম। এক্ষেত্রে ১.৫-২ ফুট প্রস্থের বেড করতে হবে ও মাঝখানে ৪ ফুটের গ্যাপ রাখতে হবে।

ইউ শেপের মাচা দীর্ঘস্থায়ী হওয়ায় একাধিক ফসল চাষ করা যেতে পারে এবং যেহেতু এই মাচায় দুই বেডের মাঝখানে ৪ ফুটের একটি গ্যাপ থাকে ,সেখানে শাক জাতীয় সবজি বুনে দিতে পারেন। এগ্রো-১ সীডের মুন্নী লালশাক এক্ষেত্রে ভালো অপশন হতে পারে। এছাড়াও A প্যার্টানের মাচাতেও শসা চাষ করা যাবে সেক্ষেত্রে ৩ ফুট

 

Leave a Reply