আধুনিক উপায়ে মরিচ চাষ পদ্ধতি

আধুনিক উপায়ে মরিচ চাষ পদ্ধতি

মরিচ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ফসল। মরিচ সারা বছরই চাষ করা যায় । নতুন উদ্যোক্তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে মরিচ চাষ । বর্তমান মার্কেটে মরিচ অত্যান্ত লাভজনক একটি ফসল । অফসিজনে মরিচের বাজারদর কেজিপ্রতি ৩০০ টাকা পর্যন্ত উঠে থাকে ।

তাই সঠিক সময়ে সঠিক প্রযুক্তি ও পদ্ধতি অনুসরন করে মরিচ চাষ করতে পরলে স্মার্ট কৃষিতে সফলতা দ্রুতই মিলে যেতে পারে । মরিচ চাষের  জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ ও বেলে দোআঁশ তবে এটেল দোআঁশ মাটিতেও চাষ করা যায় , পলি মাটিতেও মরিচ চাষ ভালো হয়। সাধারনত মরিচ গাছের গড় জীবনকাল মাস হয়ে থাকে তবে সঠিক পরিচর্যা করলে বছর পর্যন্ত ফলন সংগ্রহ করা সম্ভব

জাত নির্বাচন:

বেড সাইজ ও চারা রোপন দুরুত্ব:

বেড তৈরি করে সারি করে মরিচ চাষ করলে সবথেকে ভালো ফলন পাওয়া যায় । আগাম বা বর্ষাকালে মরিচ চাষের ক্ষেত্রে সিংগেল লাইন বেড তৈরি করতে হবে ।

শীতকালে মরিচ চাষের ক্ষেত্রে ডাবল লাইন বেড করে মরিচ চাষ করতে হবে। উপরে আলোচিত পদ্ধতিতে জমি চাষ করে সকল ধরনের সার প্রয়োগের পর বেড তৈর করে মালচিং বিছিয়ে নিতে হবে ।

বেড তৈরির ৭-১০ পর ২৫-৩০ দিন বয়সের চারা রোপন করতে হবে। ডাবল বেডে ৪ ফুটের মালচিং এবং সিংগেল বেডে ৪ ফুটের মালচিং মাঝ বরাবর কেটে ২ ফুট করে নিয়ে ব্যাবহার করতে হবে ।

Leave a Reply